আমিষের চাহিদা পূরণ করতে মাছ অন্যতম। তাছাড়া বাংলাদেশের মানুষকে বলা হয় "মাছে ভাতে বাঙালি" কারণ মাছ তাদের সবচেয়ে পছন্দের খাদ্য কিন্তু মূল্য বেশি হওয়ার কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মাছ। মাছের দাম কমিয়ে সাধারণের কাছে ফরমালিন মুক্ত তাজা মাছ সরাসরি পৌঁছে দিতে Grow Grain তার নিজস্ব প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষ করে যাচ্ছে দীর্ঘ দিন ধরে। Grow Grain এর এমন ই একটা সফল প্রজেক্ট এর দেখা শুনার দায়িত্বে রয়েছেন মোঃ ফিরোজ কবির। যেখানে চাষ করা হয় দেশীয় প্রজাতির মাছ